আসসালামু আলাইকুম হুজুর. আমি একটা বিষয় নিয়ে পরামর্শ করতে চাচ্ছি. আমি বিগত পাঁচ বছর যাবত ইতালিতে বসবাস করছি. 2020 সালে আমাদের ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দানের জন্য একটা সুযোগ দান করে. আমিও বৈধতা লাভের জন্য আবেদন করে. দুর্ভাগ্যবশত তারা আমার আবেদন নাকচ করে দেয়. আমি ওই জায়গায় সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি. এবং আল্লাহর কাছে বৈধতা লাভের আশায় প্রচুর দোয়া করি. বিগত রামাদান মাসে তাহাজ্জুদের নামাজ রত অবস্থায় আমি প্রচুর কান্নাকাটি করি. আমি যখন কাজে যাই কাজ রত অবস্থায় আমি আল্লাহর জিকির আজকার করি. অথচ আজ আমি দেখতে পাচ্ছি আমার পাশের বন্ধুবান্ধব যারা কখনো নামাজ এবং রোজা রাখেনি আজ তারা বৈধতা লাভ করেছে. আমি ছোটবেলা থেকে নামাজ আদায় করতাম আগে কখনো এভাবে আমার চোখের জল আসতো না এখন নামাজ রত অবস্থায় দুই হাতে আমার চোখের পানি আসে এবং আল্লাহর কাছে আমি কান্নাকাটি করি আল্লাহ যেন আমাকে বৈধতা দান করে. এমত অবস্থায় আমি আরো বেশি আল্লাহর কাছে দোয়া করি এবং এবাদত অনেক বেশি করি অথচ আমি এখন দেখতে পাচ্ছি আমার কিছুই হচ্ছে না আমি এদিক দিয়ে অনেক হতাশ হয়ে যাচ্ছি জানিনা আমার কোন ভুল হচ্ছে কিনা আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারতেছি না দয়া করে আমাকে একটু পরামর্শ দিন. মাঝে মধ্যে মনে হয় বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে কষ্টে. এমত অবস্থায় আমাকে একটু পরামর্শ দিবেন কিভাবে আমি আমার এই হতাশা দূর করতে পারবো ধন্যবাদ