আমার ডিভোর্স এর ব্যাপেরে কিছু প্রশ্ন ছিলো, আচ্ছা করি উত্তর দিবেন। ১) আমার স্ত্রী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে কিন্তু আমি তাকে তালাক দেইনি, এখনো সে যদি আগামী ৯০ দিনের মধ্যে আবার ফিরে আসতে চায় তাহলে শরীয়ত মাফিক কি করণিয়। ২) বাংলাদেশের আইন মতে স্ত্রী স্বামীকে যে তালাকে তাউফিজ পাঠালে স্বামী তালাক না দিলেও ৯০ দিন পর অটো ডিভোর্স কার্যকর হয়ে যায়, আমার স্ত্রী যদি এই কার্যকর হবার পর সে ফিরে আসতে চায় সে ক্ষ্যেত্রে তাকে ফিরিয়ে নেবার শরিয়া বিধান কি? আশা করি আমার উত্তর টা পাবো।