আসসালামু আলাইকুম। আমার ব্যাংক ব্যালেন্স আছে ইসলামী ব্যাংক এ – ৯০,০০০ টাকা হাতে নগদ আছে- ১০,০০০ টাকা ডিপিএস আছে ইসলামী ব্যাংক এ – ৩০,০০০ টাকা ইসলামী ব্যাংক এর শেয়ার আছে – ৬০,০০০ টাকা মোট: ১৯০,০০০ টাকা আমার স্ত্রীর মোহরানা বাকী আছে ২,০০,০০০ টাকা আমি প্রতি মাসে নগদে ৩০০০ টাকা করে স্ত্রীকে পরিশোধ করতেছি, এখন আমার কি যাকাত দিতে হবে? আর হলে কত আসবে?