ইসলাম ধর্মে সুদকে হারাম করেছে এবং জঘন্য গুনা হিসেবে বিবেচিত করেছে। ব্যাংকের চাকরি ইসলামের দৃষ্টিতে কেমন? ব্যাংকের চাকরির উপার্জন কি মুসলমানদের জন্য হালাল হবে? ব্যাংক সুদের কাজকারবার করে। এখন, সুদের কাজকারবারের প্রতিষ্ঠানের চাকরির আয় করা টাকা কি জায়েজ হবে?