আস সালামু আলাইকুম শায়েখ। ১. আমার প্রশ্ন হলো- কোনো ছাগল কি এই শর্তে বর্গা দেওয়া যাবে যে (ছাগল পালন কারি ছাগল পালন বাবদ ছাগল থেকে যে লাভ আসে তার অর্ধেক গ্ৰহণ করবে ও ছাগলের মালিক অর্ধেক গ্ৰহণ করবে। যেমন-ছাগলটির ২ টি বাচ্চা হলে ১টি পালনকারি ও ১টি মালিক পাবে। যদি ১টা বাচ্চা হয় তাহলে বাচ্চাটি বিক্রি করে যে টাকা হয় তা পালনকারি ও মালিকের মধ্যে সমান ভাগ হবে)।