আস-সালামু আলাইকুম। আমি একজনকে ১ লক্ষ টাকা দিয়েছি গরু কিনে ব্যবসা করার জন্য। সে ১ লক্ষ টাকায় ৩টি গরু কিনেছে। তার সাতে চুক্তি করেছি যে, সে ইদউল আযহা পর্যন্ত (৪/৫ মাস) গরুগুলো লালনপালন করবে এবং বিক্রি করবে। এতে যে লাভ হবে তার তিন ভাগের এক ভাগ আমি এবং দুই ভাগ সে নিবে। আবার লোকসান হলেও সে তিন ভাগের দুই ভাগ এবং আমি এক ভাগ বহন করবো। এরকম চুক্তিতে কি ব্যাবসা করা জায়েজ হবে?