As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 554

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Aug 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, স্যার, আমার বড় ভাই একজন নেশাগ্রস্থ মানুষ, সে প্রায় ১৫ বছর যাবৎ নেশা করে আসছে। আমার বাবা মার মনে সে অনেক কষ্ট দিয়েছে, এখন আমার বাবা জীবিত নেই, আমার বাবা তার জন্য অনেক খরচ করেছে,মান সম্মানের অনেক ঘাটতি হয়েছে আর আমার বাবা কার কারনে ইন্তেকালের আগে ২/৩ বার হার্টএটাক করেছে। সে এখন আমাদের পুরা পরিবারের সবার সাথে অনেক খারাপ আচারণ করে, অকথ্য ভাষায় গালি গালাজ করে আর সে তার স্ত্রীকেও অনেক মার-ধর করে। সে অনেকবার ভাবীকে এমন মার মেরেছে যে ওনাকে হসপিটালে নিয়ে জেতে হয়েচে, তার মুখে অনেক ইনজুরির দাগ বসিয়ে দিছে। আমার ভাই তার ছোট্ট ছেলেকেও মার-ধর করকে দিধাবোধ করে না……আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদেরকেও মার-ধর করতে আসে, অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং সব থেকে বেশী কষ্বাট দেয় আমার মাকে স্যার আমাদের কষ্ট আমরা মেনে নেই কিন্তু নিজের চোখের সামনে নিজের মাকে এমন ভাবে গালি গালাজ করে যে তা মানতে মানতে ধৈর্য্য হারিয়ে ফেলেছি । এখন আর সহ্য হয়না, আমার আমার প্রশ্ন হচ্চে, আমরা কি করতে পারি এখন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সন্তানদেরকে ছোট থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা না দিলে এমন পরিনতি অনেককেই ভোগ করতে হয়। যাইহোক যা হবার হয়েছে। এখন আপনাদের উচিৎ আপনাদের বংশের মুরব্বীদেরকে নিয়ে বসে বিষয়টি কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করা। সে যেখানে থাকে সেখান থেকে আপনার অন্য কোথাও চলে যেতে পারেন অথবা তাঁকে পাঠিয়ে দিতে পারেন। যে কোন ভাবে চেষ্টা করুন তাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আল্লাহ আপনাদের সমস্য সমাধান করে দিন।