আসসালামুয়ালাইকুম, স্যার, আমার বড় ভাই একজন নেশাগ্রস্থ মানুষ, সে প্রায় ১৫ বছর যাবৎ নেশা করে আসছে। আমার বাবা মার মনে সে অনেক কষ্ট দিয়েছে, এখন আমার বাবা জীবিত নেই, আমার বাবা তার জন্য অনেক খরচ করেছে,মান সম্মানের অনেক ঘাটতি হয়েছে আর আমার বাবা কার কারনে ইন্তেকালের আগে ২/৩ বার হার্টএটাক করেছে। সে এখন আমাদের পুরা পরিবারের সবার সাথে অনেক খারাপ আচারণ করে, অকথ্য ভাষায় গালি গালাজ করে আর সে তার স্ত্রীকেও অনেক মার-ধর করে। সে অনেকবার ভাবীকে এমন মার মেরেছে যে ওনাকে হসপিটালে নিয়ে জেতে হয়েচে, তার মুখে অনেক ইনজুরির দাগ বসিয়ে দিছে। আমার ভাই তার ছোট্ট ছেলেকেও মার-ধর করকে দিধাবোধ করে না……আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদেরকেও মার-ধর করতে আসে, অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং সব থেকে বেশী কষ্বাট দেয় আমার মাকে স্যার আমাদের কষ্ট আমরা মেনে নেই কিন্তু নিজের চোখের সামনে নিজের মাকে এমন ভাবে গালি গালাজ করে যে তা মানতে মানতে ধৈর্য্য হারিয়ে ফেলেছি । এখন আর সহ্য হয়না, আমার আমার প্রশ্ন হচ্চে, আমরা কি করতে পারি এখন?