As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5536
যাকাত
প্রকাশকাল: 27 Mar 2021
যদি নিজের সম্পদ থেকে বের করা জাকাতের টাকা দিয়ে ইসলামি বই কিনে নিজে পড়া হয় তাহলে কি জাকাত আদায় হবে?
যাকাতের সম্পদ নিতে পারে এমন ব্যক্তিকে যাকাতের টাকা দিলেই কেবল যাকাত আদায় হবে। সুতরাং নিজের যাকাতের টাকা দিয়ে বই কিনে পড়লে যাকাত আদায় হবে না।