As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5535

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 Mar 2021

প্রশ্ন

আসসালামুলাইকুম শাইখ। আমি একজন পেক্টিসং মুসলিম হওয়ার চেষ্টায় আছি, কিন্তু আমার একটা রুটিন প্রয়োজন, আমি সারাদিন কি ভাবে দ্বীন পালন করবো। আমার অফিস থাকে সাপ্তাহ 5 দিন রবি থেক বৃহস্পতিবার, 7.30 am 2.30 pm.মাঝে মাঝে শনিবার হয় । এখন আমাকে একটা রুটিন করে দিন, কোন লেখকের প্রথম কোন বই দিয়ে পড়া শুরু করে দ্বীনে ডুকবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার রুটিনের প্রথম কাজ হলে ৫ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। যদি কুরআন পড়তে না জানেন তাহলে প্রতিদিন মাগরিব পর কমপক্ষে ১ঘন্টা একজন শিক্ষকের কাছে কুরআন শিক্ষা করা। কুরআন শেখা হয়ে গেলে প্রতিদিন ফজরের পর করআন তেলাওয়াত করবেন। বাকী অবসর সময়ে ধর্মীয় বই পাঠ করবেন। প্রথমত কুরআন শরীফের তরজামা পড়বেন, প্রয়োজনীয় ব্যাখ্যাসহ। এক্ষেত্রে তাওযীহুল কুরআন বা শায়খ ড. আবুবুকর জাকারিয় মজুমদার হাফি. এর লিখিত কুরআনের তরজমা ও ব্যাখ্যা পড়তে পারেন। হাদীসের বই পড়বেন, রিয়াদুস সালিহীন বইট উপযোগী । ধর্মের বিভিন্ন বিষয় জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. লিখিত বইগুলেঅ পড়তে পারেন। প্রয়োজনে ফোন করবেন 01762629405 যে কোন দিন এশার পর।