As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5527

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Mar 2021

প্রশ্ন

মেয়ের বাবা নামাজ পড়ে না শুধুমাত্র যুম্মা ছাড়া এবং সে তার মেয়েকে কোন বেদ্বীন ছেলের সাথে বিয়ে দিতে চায়. তো মেয়ে যাচ্ছে কোন দ্বীনি ছেলের সাথে বিয়ে করতে, এক্ষেত্রে কি মেয়ের পিতার অনুমতি নেওয়া দরকার বা মেয়ের পিতার অনুমতি ছাড়া কি বিয়ে হবে? যেহেতু সে সর্বসম্মতিক্রমে সে কাফের, কাফের কি কোন মুসলিম এর অভিভাবক হতে পারে?

উত্তর

মেয়ের বাবা কাফের নন। তিনি মুসলিম, তবে পরিপূর্ণ মুসলিম নন। সে অভিভাবক হতে পারবে, এবং অধিকাংশ আলেমের মতে তার অনুমতি ব্যতিত বিবাহ সহীহ হবে না। মেয়ে যদি বাবকে তার কথা বলে বুঝাতে থাকেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিবাহ গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার বাদ দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোন মেয়ে একক সিদ্ধান্ত নিলে সেটা কারো জন্যই ভালো হবে না।