মেয়ের বাবা নামাজ পড়ে না শুধুমাত্র যুম্মা ছাড়া এবং সে তার মেয়েকে কোন বেদ্বীন ছেলের সাথে বিয়ে দিতে চায়. তো মেয়ে যাচ্ছে কোন দ্বীনি ছেলের সাথে বিয়ে করতে, এক্ষেত্রে কি মেয়ের পিতার অনুমতি নেওয়া দরকার বা মেয়ের পিতার অনুমতি ছাড়া কি বিয়ে হবে? যেহেতু সে সর্বসম্মতিক্রমে সে কাফের, কাফের কি কোন মুসলিম এর অভিভাবক হতে পারে?