As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5523

হালাল হারাম

প্রকাশকাল: 14 Mar 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ আমার প্রশ্ন হচ্ছে আমি আমার একটি নিত্য প্রোয়জনীয় কোম্পানি তে মার্কেটিং ফিল্ড এ জব করছি। আমাকে পন্যের দাম কোম্পানির দেয়া দামের থেকে বেশি দামে বিক্রি করতে হয় যেটা কোম্পানি জানলে চাকরি হারাতে হবে। কিন্তু আমার কিছু করার থাকে না, কারন কোম্পানি ইদুর কাটা পণ্য নেয় না আর আমি যদি দোকান থেকে না নিয়ে আসি তাহলে আমার পণ্য দোকানদার নিবে না, তাহলে আমার সেল হবে না আর টার্গেট হবে না আর যদি এভাবে টার্গেট না করতে পারি তাহলে চাকরি বেশি দিন করতে পারব না। কোম্পানি তার পন্য পলিসি মোতাবেক ফেরত আনতে বলে কিন্তু আমাকে চাকরির কথা বিবেচনা করে পলিসি বহির্ভুত দোকান থেকে ফেরত আনতে হয় যেটা কোম্পানি জানলে সমস্যা হবে আর প্রোডাক্ট এর দাম ও বেশি রাখতে হয় সেক্ষেত্রে আমার করনীয় কি? জানালে উপকৃত হলাম। জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে কোম্পানীর পলিসি মোতাবেকই চলতে হবে। বেশী দামে বিক্রি করা যাবে না, ইদুরে কাটা পণ্যও ফেরত নিতে পারবেন না। রিযিকের মালিক আল্লাহ। রিযিক নিয়ে এতো বেশী টেনশন করার দরকার নেই। ঠিকঠাক মত চলুন, আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।