As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5512
ব্যক্তিগত ও পারিবারিক
প্রকাশকাল: 3 Mar 2021
আস সালামু আলাইকুম..প্রিয় শায়েখ আশা করছি ভালো আছেন? ছেলেদের রুপার আংটি হাতে ব্যবহার করা যাবে কি? উত্তর টি প্রদান করিলে খুবই উপকৃত হতাম।
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ছেলেদের রুপার আংটি ব্যবহার জায়েজ আছে। عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَنَسٌ، قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ وَرِقٍ فَصُّهُ حَبَشِيٌّ আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাঃ) রূপার আংটি ব্যবহার করতেন। আর তার আংটিতে আবিসিনীয় পাথর বসানো ছিল।সুনানু আবি দাউদ, হাদীস নং ৪২১৬। হাদীসটি সহীহ। এছাড়াও বহু হাদীসে পুরুষের রুপার আংটি ব্যবহারের বৈধতা দেওয়া আছে।