As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5505

যাকাত

প্রকাশকাল: 24 Feb 2021

প্রশ্ন

আমি অবিবাহিত মহিলা। বাবার কাছে থাকি। অনেক বছর ধরে টিউশনি করে কিছু টাকা জমিয়েছি। যার পরিমাণ প্রায় ৩লক্ষ টাকা। এর মধ্যে ১লক্ষ টাকা আবার আমার ভাইকে ধার দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই টাকা কি আমার সম্পত্তি বলে বিবেচিত হবে। এর কি যাকাত দিতে হবে। দিতে হলে কি পরিমান দিব। ভাইকে ধার দেওয়া টাকাটার ও কি যাকাত দিব।

উত্তর

জ্বী, এই টাকার যাকাত দিতে হবে। আপনার ভাইকে যা ধার দিয়েছেন সেটারও যাকাত দিতে হবে। শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবে। সেই হিসেবে তিন লক্ষ টাকার যাকাত আসবে সাড়ে সাত হাজার টাকা।