প্রচলিত ব্যাংক ব্যবস্থায় যে লাভ দেয় সেটা হারাম কি?
উত্তর
কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে পৃথিবীর সকল ফকীহ, আলেম একমত যে, সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখলে যে লভ্যাংশ দেওয়া হয় সেটা হারাম। একজাতীয় জিনিস কম বেশী বিনিময় হলেই সেটা সুদ। সুতরাং দুনিয়াকে প্রধান্যদানকারী কোন কথিত গবেষকের গবেষণায় মন দিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। ধর্মীয় বিষয়ে ফয়সালা দিবে ইসলাম ধর্ম বিষয়ে গবেষক আলেমরা, যারা তাদের জীবনটা কুরআন-হাদীস গবেষণার পথে বিলিয়ে দিয়েছে, কথিত আধুনিক শিক্ষিত কোন গবেষক না, যারা কুরআন হাদীসের ভাষা আরবীটাও নূন্যতম জানে না। আলেমদের সিদ্ধান্তের বিপরীতে ধর্মীয় বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। এটা এমন একটি বিষয় যেখানে নুতন করে সিন্ধান্ত নেওয়ার বা দ্বিমত করার কোন সুযোগ নেই।