As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5498

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 17 Feb 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, বিষয়টা পরিষ্কার করবেন প্লিজ? একজন সাহাবী সম্পর্কে এটা মানতে কষ্ট হছে। সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিতব্য ছোটদের আখলাক সিরিজ-এর দয়ালু হই খন্ড থেকে গল্পটি নেয়া হয়েছে। একদিন সাহাবি আবূ মাসঊদ (রা) তার খাদেমকে চাবুক দিয়ে মারছিলেন। খাদেম চিৎকার করে বলছিল, আল্লাহ! আমাকে বাঁচান! আবূ মাসঊদ তবু মেরেই চলছিলেন। হঠাৎ শুনতে পেলেন, কে যেন বলছে, আবূ মাসঊদ, জেনে রাখো পেছন ফিরলেন আবূ মাসঊদ। তাকিয়ে দেখলেন নবিজি দাঁড়িয়ে আছেন। নবিজিকে দেখে লজ্জা পেলেন তিনি। তার হাত থেকে খসে পড়ল চাবুকটা। নবি (সা) বললেন, আবূ মাসঊদ, জেনে রাখো এই গোলামের ওপর তোমার যে ক্ষমতা, তোমার ওপর আল্লাহ তাআলার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। আবূ মাসঊদ বললেন, হে আল্লাহর রাসূল, আমি কখনো আর কোনো খাদেমকে মারব না। আর ওকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম। নবি (সা) বললেন, তুমি যদি এটা না করতে, তাহলে তোমাকে আগুনে পুড়তে হতো! প্রিয় বন্ধুরা, নবিজি আমাদেরকে খাদেমদের প্রতি এভাবেই দয়া করতে শিখিয়েছেন। (গল্পটি সহীহ মুসলিম-এর ১৬৫৯ নং হাদীস অনুসারে সাজানো হয়েছে)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু সাহাবী নন যে কোন ভালে মানুষের ক্ষেত্রেই এমন ঘটনা মানতে যে কোন বিবেকবান মানুষের কষ্ট হবে। তবে ভুল করা মানুষের একটি স্বভাবজাত গুণ। ভালো মানুষের থেকে কোন কোন সময় বড় ধরণের ভুল প্রকাশ পেতে পারে। এটা তেমনই একটি ঘটনা। গল্পটি সত্য। লক্ষ্যনীয় বিষয় হলো রাসূলুল্লাহ সা. যখন থাকে সাবধার করলেন তখন তিনি এই মন্দ কাজ চিরতরে ছেড়ে দেওয়ার শপথ নিলেন। মানুষ ভুল করে, এরপর যখন তাকে ভুল ধরিয়ে দেয়া হয় তখন যদি সে ভুল মেনে নিয়ে সেই কাজের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ মাফ করে দেন। এই বিষয়টি এমনই।সহীহ মুসলিমে মুক্ত করে দেওয়ার বিষয়টি নেই, সুনানু আবু দাউদে আছে, হাদীস নং ৫১৫৯। হাদীসটি সহীহ। হাদীসটির আরবী পাঠ হলো: عَنْ أَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِى فَسَمِعْتُ مِنْ خَلْفِى صَوْتًا اعْلَمْ أَبَا مَسْعُودٍ . قَالَ ابْنُ الْمُثَنَّى مَرَّتَيْنِ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ . فَالْتَفَتُّ فَإِذَا هُوَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ. قَالَ أَمَا إِنَّكَ لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَعَتْكَ النَّارُ أَوْ لَمَسَّتْكَ النَّارُ .