স্যার, আমরা অনেকে মনে করি আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে। অনিয়মিত হলেও নামাজ পডি। আমরা পাপ কাজ করি আবার ভাল কাজও করি। আমরা মনে করি কিযামতের দিন আল্লাহ আমার পাপের জন্য জাহান্নামের শাস্তি দিবেন। তারপর ভালকাজের প্রতিদান স্বরুপ শাস্তি খাটার পর আল্লাহ জান্নাত দান করবেন। আর কখনও জাহান্নামে যেতে হবে না। কিন্তু কোর আন শরিফে যারা জান্নাত অথবা জাহান্নামে যাবে তারা সেখানে অন্ততকাল থাকার কথা বলা হযেছে। এই বিষযে প্রযোজনীয কোরান হাদিসের দৃষ্টিতে আলোকপাত করলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ।