As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5490

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 9 Feb 2021

প্রশ্ন

আস্সালামুআলাইকুম। প্রথম প্রশ্ন : আমাদের সমাজে কেউ মারা গেলে কবর দেয়া বা দাফন কাজ শেষে কবরের সামনে দাঁড়িয়ে দলীয় ভাবে যে মুনাজার ধরা হয়, মরহুমের জন্য- তা কি বৈধ? দ্বিতীয় প্রশ্ন : মৃত ব্যক্তির মৃত্যুর ৪ দিনে এবং ৪০ দিন এ যে হুজুর ডেকে মিলাদ আয়োজন করা হয় এবং খানার আয়োজন করা হয়, তা কি ইসলামে বৈধ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুটি বিষয়ই ইবাদত সংক্রান্ত। আর রাসূলুল্লাহ সা. বা সাহাবীরা এই দুটো কাজ করেন নি। আর ইবাদতমূলক যে কাজ রাসূলুল্লাহ সা. বা সাহাবীরা করেন নি সে কাজ বিদআত, এসব অবশ্যই বর্জন করতে হবে।