As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5487

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Feb 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কোন একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে। ছোট বয়স থেকেই তার বাবা তার ও তার মা-র ভরন পোষণ করে না। তার বাবার দ্বারা তাদের ক্ষতির সম্ভাবনা আছে। বাবা তার এবং তার মার টাকা ছলে বলে কৌশলে নিয়ে যায়।সে যখন তখন তাকে বাড়ি থেকে বের করে দিয়ে থাকে। তাকে বাজে কথা বলে। তাকে মনে কষ্ট দিয়ে কথা বলে। তাছাড়া তার বাবা যখন কথা বলে অনেক মিথ্যা কথা বলে, লোকের আমানত খেয়ানত করে। ওয়াদা খেলাফ করে। তাদের পর্দা করতে সাহায্য করে না। বাসায় পরপুরুষ তাদেরকে দেখে ফেলে। এমন অবস্থায় উনাকে বুঝালে বোঝার ধারে কাছে যায় না। ২৪ বছর যাবত এগুলা দেখতে দেখতে মেয়েটি ক্লান্ত। তার এবং তার মার কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ করা ছাড়া তেমন কিছু করার নেই। সবর করতে হবে, দুআ করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। একদিন আল্লাহ শান্তি ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীর সকল মানুষ সমান নয়, সুতরাং সবাই ভালো হবে এমন ভাব অমূলক। সে যতই খারাপ ব্যবহার করুক, আপনারা তার সাথে ভালো ব্যবহার করবেন। স্থানীয় গ্রহনযোগ্য কোন ব্যক্তির মাধ্যমে তকে মসজিদে নিয়ে গিয়ে নিয়মিত নামাযে অভ্যস্ত করতে পারলে তার জীবন পরিবর্তনের জন্য সেটা খুব সহায়ক হবে। আল্লাহ আপনাদের অশান্তি দূর করে দিন।