আসসালামু আলাইকুম। কোন একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে। ছোট বয়স থেকেই তার বাবা তার ও তার মা-র ভরন পোষণ করে না। তার বাবার দ্বারা তাদের ক্ষতির সম্ভাবনা আছে। বাবা তার এবং তার মার টাকা ছলে বলে কৌশলে নিয়ে যায়।সে যখন তখন তাকে বাড়ি থেকে বের করে দিয়ে থাকে। তাকে বাজে কথা বলে। তাকে মনে কষ্ট দিয়ে কথা বলে। তাছাড়া তার বাবা যখন কথা বলে অনেক মিথ্যা কথা বলে, লোকের আমানত খেয়ানত করে। ওয়াদা খেলাফ করে। তাদের পর্দা করতে সাহায্য করে না। বাসায় পরপুরুষ তাদেরকে দেখে ফেলে। এমন অবস্থায় উনাকে বুঝালে বোঝার ধারে কাছে যায় না। ২৪ বছর যাবত এগুলা দেখতে দেখতে মেয়েটি ক্লান্ত। তার এবং তার মার কি করা উচিত?