আমি নতুন বিয়ে করেছি। আমার ইচ্ছে ছিলো ওয়াইফকে নিয়ে হজ্ব পালন করার, বর্তমানে আমার হজ্ব পালনের এবিলিটি নেই। কিন্তু আমার বাবার এবিলিটি আছে আমাদেরকে হজ্বে পাঠানোর, এখন আমি বাবার টাকায় হজ্ব না করে নিজে ওমরা পালন করতে চাচ্ছি।ওমরা করার সামর্থ্য এখন আমার আছে। হজ্ব পালন না করে ওমরা করলে কি কোন গুনাহ হবে কিনা?