As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5479

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Jan 2021

প্রশ্ন

আলহামদুলিল্লাহ, কিছুদিন ধরে আমি নিয়মিত ইসলামির জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছি। আমার পূর্ব জীবনে একজন মেয়ের সাথে আমার সাধারণ কথাবার্তা হতো (মেয়েটিকে আমার পছন্দ) মেয়েটিও আমার মতো কিছুদিন ধরে ইসলামিক জীবনে অভ্যস্ত। এখন পারিবারিক কারণে বিয়ের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে, এখন তার সাথে সাধারণ কথা বলা বা চ্যাটিং করা কি আমার জন্য জায়েজ হবে?

উত্তর

আল্লাহ আপনাদেরকে ইসলামের পথে অটুট রাখুন। বিবাহের পূর্বে এই ধরণের কথা বার্তাকে ইসলাম অনুমোদন করে না। শয়তান মানুষের চিরশত্রু। সে এভাবে অল্প অল্প করে হারামে ঢুকিয়ে মানুষকে স্থায়ীভাবে জাহান্নামে নিতে চায়। কোনভাবেই শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। যতটা সম্ভব দ্রুত বিয়ে করে হালাল জীবন জাপন করুন।