As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5471
যাকাত
প্রকাশকাল: 21 Jan 2021
আস-সালামু আলাইকুম, যদি আমি আমার স্ত্রী পক্ষে যাকাতের অর্থ পরিশোধ করি তবে কি তা বকেয়া মোহরানা থেকে বাদ দেয়া যাবে?
ওয়া আলাইকুমুস সালাম।স্ত্রীকে বলবেন যে, তার পক্ষ থেকে আপনি যাকাতের যে টাকা দিচ্ছেন সেটা মোহরানা থেকে বাদ যাবে। সে রাজি হলে বাদ যাবে।