কোনো বিবাহ উপযুক্ত ছেলের কাছে বিবাহের মৌলিক জিনিস যেমন: আলাদা ঘর, মোহরানা ইত্যাদি প্রয়োজনীয় জিনিসের টাকা আছে। উক্ত টাকা যাকাতের নেছাব পরিমাণ। তাহলে সে উক্ত টাকা বিবাহের জন্য রেখে দিবে না কুরবানী ও যাকাত তার জন্য ওয়াজিব হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।