আসসালামু আলাইকুম। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় যে দোয়াটি পড়া হয় তা নিয়ে আমাদের অঞ্চলে একটি মতভেদের সৃষ্টি হয়েছে। মৃতব্যক্তিকে কবর দেওয়ার সময় হাতে মাটি নিয়ে সুরা ত্বহার ৫৫ আয়াত পড়ে থাকি। ইদানিং শুনতে পাচ্ছি এই দোয়াটি পড়া সঠিক নয়। এই দোয়া পড়ার সহিহ কোন হাদিস নেই। এবং অর্থগত দিক থেকে এই দোয়া পড়া শিরক। মাটি দেওয়ার সময় শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হবে। এক্ষেত্রে আমাদের করনীয় কি? দয়া করে জনাবেন। মহান আল্লাহ সকলকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন এবং সে অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন। আমিন।