As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5460

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Jan 2021

প্রশ্ন

প্রিয় শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রুম্মান। আপনি কেমন আছেন? আমার একটি প্রশ্ন আছে। দি বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (BDRAL) বাংলাদেশে Dun Bradstreet এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সৌদি আরবেও Dun Bradstreet এর অফিস আছে। BDRAL মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং বা ঋণ সূচক তৈরি করে। এর অর্থ হচ্ছে BDRAL বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ ফেরত প্রদানের যোগ্যতা, সম্ভাবনা, যাচাই, বাছাই করে। অর্থাৎ ক্রেডিট রেটিং বা ঋণ সূচক কোন কোম্পানির আয় এবং অতীত ঋণ পরিশোধের ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি একটি আর্থিক রিপোর্ট ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো BDRAL এর এই ক্রেডিট রেটিং সার্ভিসের প্রধান ক্রেতা। এই ক্রেডিট রেটিং ব্যাংক ও ঋণদাতাদের বুঝতে সাহায্য করে যে তারা কোন ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিলে তা ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? BDRAL ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত না। BDRAL শুধু কোন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ ফেরত প্রদানের সম্ভাবনা, যোগ্যতা, যাচাই, বাছাই করে ক্রেডিট রেটিং বা ঋণ সূচক তৈরি করে। এই ক্রেডিট রেটিং বা ঋণ সূচক BDRAL নির্দিষ্ট মূল্যে বিক্রি করে। অন্যান্য ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই বাছাই বিষয়ক ব্যবসায়িক পরামর্শদাতা (কনসালটেন্সি) হিসেবেও BDRAL এবং Dun Bradstreet কাজ করে। বাংলাদেশে এরকম সরকার অনুমোদিত ৮টি ক্রেডিট রেটিং এজেন্সি প্রতিষ্ঠান আছে। আমার প্রশ্ন হল BDRAL এবং Dun Bradstreet এ চাকরি করা কি হালাল বা বৈধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ব্যাংক ও ঋনদাতা প্রতিষ্ঠান সুদভিত্তিরক ঋন দিয়ে থাকে, এটা চরম সত্য আবার কিছু ঋনদাতা প্রতিষ্ঠান সুদমুক্তভাবে কাজ করে এটাও সত্য। সুতরাং শুধুমাত্র ক্রেডিট রেটিং বা ঋণ সূচক তৈরি করা কোন প্রতিষ্ঠানে কাজ করা অবৈধ হবে না। কারণ এখান থেকে সুবিধা নিয়ে সুদমুক্তভাবে চলতে কোন সমস্যা নেই।