As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 546

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Jul 2007

প্রশ্ন

আমি একজন অবিবাহিত বেকার যুবক। আল্লাহর কাছে হালাল জীবিকা কিভাবে চাইব? যার ফলে আমি একটা পরিবার গঠন করতে পারি।

উত্তর

আপনি হালাল জীবিকার জন্য কুরআনের এই দআটি নফল নামাযের সাজদায়, দুআ মাসূরার সময় এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং হাদীসের এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছড়াও যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। আল্লাহ আপনার সমস্য দূর কর দিন।