As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5453

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Jan 2021

প্রশ্ন

সরকারি বিধিমালায় বলা হয় যে কোন বিসিএস ক্যাডার এবং তার উপর নির্ভরশীল তার পরিবার এর কেউ ব্যবসায় জড়িত হতে পারবে না। এখন সে যদি তার কাজে কোনো ফাকি না দিয়ে,কোনো হালাল ব্যবসা করে,বা তার পরিবারের কেউ করে,তবে ইসলাম এ সম্পর্কে কি বলে?

উত্তর

সরকারী বিধিমালাতে কী আছি তা আমরা জানি না। তবে যদি উল্লেখিত শর্ত থাকে আর যদি এটা মেনে নিয়ে কেউ চাকুরীতে যোগ দেয় তাহলে তাকে শর্ত মেনে চলতে হবে। শর্তের বাইরে কোন কিছু করা জায়েজ হবে না।