আস-সালামু আলাইকুম হুজুর, আমি একজন রক্ষিতা। আমি খুব বড় পাপাচারে লিপ্ত আছি দয়া করে আমাকে কোরআন হাদীসের আলোকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। একজন বিবাহিত লোকের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আমার পরিবারের লোকজন জানার পর তারা আমাকে খুব মারধর করে, আমি রাগ করে সেই লোকটার কাছে চলে আসছি। সে বলেছিল আমাকে বিয়ে করবে কিন্তু প্রায় এক বছর হল সে বিভিন্ন অজুহাতে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন তার অভিমত সে তার নিজের খরচে আমাকে অন্যত্র বিয়ে দিবে কিন্তু আমাকে সে বিয়ে করবে না। এদিকে আমার পরিবারের সবাইকে জানিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। আমার পরিবারে আমার অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। আমার পরিবারে আমাকে সাহায্য করার মত কেউ নেই বাবা মৃৃত। হুজুর আমি তার সাথেই জীবন কাটাতে চাই কারণ আমি দ্বিতীয় কাউকে আমার ইজ্জত দেখাতে চাই না। আমি কি করব এমন অবস্থায়? আমি তাকে হালাল উপায়ে পেতে চাই কিন্তু সে তো বিয়ে করতে চাচ্ছে না। আমার প্রতি এমন অবিচার করার শাস্তি কি রকম হতে পারে কোরআন হাদীসের আলোকে জানাবেন প্লিজ, দয়া করে আমাকে একটা সঠিক সমাধান দিন। আমি কি করলে তাকে বিয়ে করতে পারব?