As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5438

সফর

প্রকাশকাল: 19 Dec 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক্ত এর সালাত আদায় করা কষ্টকর…. আবার অনেক সময় ফ্রি থাকলেও দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করি… এমত অবস্থায় দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করার বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হানাফী মাজহাবে একই ওয়াক্তে দুই ওয়াক্তের সালাত একত্রে পড়া যাবে না। যোহরের শেষ সময়ে যোহর আর আসরের প্রথম সময়ে অসর তেমনি মাগরিবের শেষ সময়ে মাগরিব আর এশার প্রথম সময়ে এশা। কেননা আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا। নিশ্চয় সালাত মূমিনদের উপর সময়মত আদায় করা ফরজ। সূরা নিসা ১০৩। অন্যান্য আলেমগণ বলেন, সফরে যে কোন ওয়াক্তের সময় জমা করতে পারবে। অর্থাৎ জোহর ও আসরের সালাত যোহরের সময়ও পড়তে পারে আবার আসরের সময়ও পড়তে পারে। মাগরিব ও এশার ক্ষেত্রেও একই কথা। তাদের দলীল: عَنْ مُعَاذٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يُصَلِّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا. মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সা. এর সাথে গাযওয়ায়ে তাবুকে বের হলাম। সেখানে রাসূলুল্লাহ সা. যোহর ও আসর এবং মাগরিব ও এশা একসাথে আদায় করলেন। সহীহ মুসলিম, হাদীস নং ১৬৬৫। এই হাদীসে নির্দিষ্ট সময় বলা হয় নি তাই তারা বলেন যে কোন সময় জমা করতে পারবে। সময় পেলে অবশ্যই ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবেন। দুই ওয়াক্ত একসাথে আদায় করবেন না। আর যদি সময় সুযোগ না থাকলে তাহলে দুই সালাত একসাথে আদায় করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ।