আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক্ত এর সালাত আদায় করা কষ্টকর…. আবার অনেক সময় ফ্রি থাকলেও দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করি… এমত অবস্থায় দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করার বিধান কি?