আমি নগদ একাউন্টে কিছু টাকা রাখতে চাচ্ছি, যেখানে আমাকে মাসিক কিছু সুদ দিবে। আমার উদ্দেশ্য এই টাকা বিনা সওয়াবের নিয়তে দান করে দেওয়া। যাতে দরিদ্ররা উপকৃত হতে পারে। এখন আমি কি এইখাতে টাকা রাখবো নাকি সুদমুক্তভাবে রাখবো। আর যদি ব্যাংকে টাকা রাখি এই উদ্দেশ্যে যে বছর শেষে এই টাকা দরিদ্রদের দান করবো বিনা সওয়াবের নিয়তে। নাকি সুদমুক্তভাবে রাখবো।