As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5423

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Dec 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছি যেখানে ব্যবসার লাভের উপর আমার বিনিয়োগকৃত টাকার উপর মাস শেষে মুনাফা দেওয়া হবে। উদাহরণ স্বরুপ আমি যদি ১,০০,০০০/- টাকা বিনিয়োগ করি মাস শেষে আমাকে ৩,০০০-৫,০০০/- টাকা মুনাফা দেওয়া হবে। ২,০০,০০০/- টাকা বিনিয়োগ করলে মাস শেষে ৬,০০০-১০,০০০/- টাকা মুনাফা দেওয়া হবে। যেহেতু এই ব্যবসায় অনেকেই বিনিয়োগ করে তাই পৃথকভাবে ব্যবসার লাভের উপর মুনাফা দেওয়া সম্ভব হয় না। আমি জানতে চাচ্ছিলাম আমার এই বিনিয়োগ কি শরীয়াসম্মতভাবে হালাল হবে? ধণ্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, জায়েজ হবে। মাস শেষে যা লাভ হবে সেই টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের অংশ অনুযায়ী বন্টন করলে এই বিনিয়োগ থেকে উপার্জিত অর্থ হালাল হবে। তদ্রুপ ক্ষতি যদি হয় তাহলেও বিনিয়োগের অংশ অনুযায়ী ক্ষতি বিনিয়োগকারীদের মাঝে ভাগ হবে।