As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5412

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 Nov 2020

প্রশ্ন

১। আসসালামু আলাইকুম। শায়খ জরুরী প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবেন দয়া করে। যে কেউ নিজের বিবাহের খুতবা নিজে পাঠ করতে পারবে কি? করলে তার বিবাহ কি সঠিক হবে? উল্লেখ্য বিবাহ পড়াবে মেয়ের বাবা। খুতবা ছেলে নিজেই দিতে চাচ্ছে এক্ষেত্রে জানতে চাই। ২। রেজিষ্ট্রি ছাড়া কোনো পিতা তার মেয়েকে বিবাহ দিলে কি শুদ্ধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, খুতবা ছেলে নিজেই পাঠ করতে পারবে, সমস্যা নেই। ২। জ্বী, রেজিষ্ট্রি ছাড়া বিবাহ শুদ্ধ হবে। রেজিস্ট্রি তো রাষ্ট্রীয় একটি বিধান। কয়েক বছর আগে এই আইন চালু হয়েছে।