As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5411

যাকাত

প্রকাশকাল: 22 Nov 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ২মাস আগে মৃত পিতার সম্পত্তি থেকে পাওয়া অর্থের যাকাত দিতে হবে? এবং আমি ২০২০ সালে হজ্জ্ব এ যাবার নিয়তে ২০০,০০০ টাকা হজ্জ্ব কাফেলায় জমা দিই। এই টাকার উপর যাকাত দিতে হবে কিনা জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়খ ড. জাকারিয়া মজুমদার হাফিজাহুল্লাহ এই প্রশ্নের জবাবে বলেছেন, জমা দেয়া হয়ে গেলে আর জাকাত দেয়া লাগবে না। কারণ টাকাটা এখন আর তার মালিকানাতে নেই।