As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5400

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Nov 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, সরকারি কৃষি ব্যংকে কেউ চাকুরি করার পর মারা গেলে তার পেনশনের টাকা তার স্ত্রী সন্তানের জন্য খাওয়া কি হালাল না হারাম? এটা কি সুদ হবে আর হয়ে থাকলে বহুদিন এই টাকা ব্যবহার এর ফলে এই টাকা কি ফেরত দিতে হবে মানে, সওয়াব আর আশা ছাড়া দান করে দিতে হবে যদিও তারা এটাকে সুদ হিসেবে এতদিন জানত না বা বুঝত না, যদি এটা আসলেই সুদ হয়ে থাকে। উত্তর দিলে উপকৃত হতাম। আর এটা সুদ হলে হবার কারনটা যদি বুঝিয়ে বলতেন। সরকারি কর্মচারী হসেবেই সবাই ই পেনশন পান,এটা যদিও তার ইনকামের সাথে সরাসরি যুক্ত নয়(পেনশনের টাকা)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাকুরী যদি হালাল হয়, ইনকাম যদি হালাল হয় তাহলে পেনশনের টাকা চাকুরীজীবির জন্য সুদ নয়, হারামও নয়। তবে চাকুরীটা যদি শরীয়তে জায়েজ না হয়, যেমন সুদ ভিত্তিক ব্যাংকে চাকুরী তাহলে ঐ চাকুরী থেকে প্রাপ্ত টাকা-পয়সা হালাল নয়, সুতরাং এর থেকে যে পেনশন পাবে সেটাও ঐ চাকুরীজীবির জন্য হালাল নয়। তবে ঐ ব্যক্তির জন্য এই সম্পদ হারাম হলেও সে মারা যাওয়াপর তার স্ত্রী-পুত্রদের জন্য তথা উত্তরাধিকারীদের জন্য ঐ সম্পদ হালাল হবে।