আস-সালামু আলাইকুম, খুবই মানসিক অশান্তিতে আছি, উত্তর দিয়ে সাহায্য করবেন। ১বছর আগে আকদ হয়েছে এবং আমরা ৯মাস ধরে স্বামী স্ত্রীর সম্পর্কে আছি। সমস্যা ১) বিয়ের অনুমতি নিতে আসার আগেও জানতাম না এই অনুমতিই আসল যদিও বিয়ের জন্য আমি পুরোপুরি তৈরি ছিলাম। কারণ সবসময় দেখেছি পরিবার থেকে কনেকে দিক নির্দেশনা দেয়া হয় কিন্তু আমাকে কেউ বলে নাই তুমি এখনই বিয়ের অনুমতি দিয়ে দিচ্ছ। তাই আমি পার্লারে গিয়ে অপেক্ষা করছিলাম আমাকে কখন ফোন দিয়ে জিজ্ঞেস করবে। আরেকটা বিষয় বিয়ের অনুমতি নেয়ার সময় শুধু যিনি অনুমতি নিয়েছিলেন তিনি এবং আরেকজন আমার বোন ছিলেন কিন্তু আমি অনেকের বিয়েতে ৩ জন অনুমতি নিতে দেখে গুগোল সার্স করে দেখলাম ৩ জন সাক্ষী লাগে ২জন পুরুষ অথবা ২জন পুরুষ এবং ১জন মহিলা অথবা ১জন পুরুষ এবং ২জন মহিলা এইসব চিন্তা করে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এই বিয়ে কি সহিহ হবে?