আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ চার মাযহাবের চার ইমামের যেই সব বিষয়ে একমত পোষণ করে, মুসলিম জাতির জন্য সেই মত গুলি মেনে নেয়া কি জরুরী। নাকি ওইসব মত নিয়ে নতুন করে ভেবে দেখার কোন অবকাশ আছে। চার ইমামের মতের সাথে যাদের মতপার্থক্য আছে সেই ইমামগণ ও বর্তমান ইসলামী ইসকলার তারা কি বাতিল?