As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5397

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 Nov 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ চার মাযহাবের চার ইমামের যেই সব বিষয়ে একমত পোষণ করে, মুসলিম জাতির জন্য সেই মত গুলি মেনে নেয়া কি জরুরী। নাকি ওইসব মত নিয়ে নতুন করে ভেবে দেখার কোন অবকাশ আছে। চার ইমামের মতের সাথে যাদের মতপার্থক্য আছে সেই ইমামগণ ও বর্তমান ইসলামী ইসকলার তারা কি বাতিল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার মাজহাবে যে বিষয়ে একমত নিঃসন্দেহে সেটা সঠিকতার অধিক নিকটবর্তী। কারণ অধিকাংশ ফকীহ ও ইমাম কোন না কোন মাজহাবের সাথে আছেন। চার মাজহাব কোন মাসলাআলাতে একমত হওয়া মানে পৃথিবীর অধিকাংশ আলেম একমত হওয়া। সুতরাং চার মাজহাব যে মাসআলাতে একমত সে মাসআলাতে ভিন্নমত পোষণ করলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশী। তবে ভিন্নমত পোষণ করলেই সেই ব্যক্তি বাতিল নয়। কেউ যদি কুরআন-হাদীসের দলীলের ভিত্তিতে ভিন্নমত পোষন করেন, তাহলে সে অধিকার তার আছে। বিস্তারিত জানতে