আস-সালামু আলাইকুম। আমার আম্মু আব্বু আমাকে জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন। আমি রাজি ছিলাম না, আমাকে না জানিয়ে লোক দাওয়াত করে, তাই বাধ্য হয়ে বিয়ে করতে হয়। যার সাথে বিয়ে হয়েছে সে প্রবাসী। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তাকে কবুল পরাইছে আর আমাকেও কবুল পরাইছে। যেহেতু বিয়েতে মত ছিল না তাই কবুল না বলে অবুল বলি, পরবর্তীতে তারা বুঝতে না পারায় আবার কবুল বলেছি ১বার, দুই বাড়ির লোকজন উপস্থিত ছিলেন। তবে বিয়েটি আমি মানতে পারছি না। সে এখনো প্রবাসেই আছে। বিয়ের ৬ মাস পর ফিরবে। এক্ষেত্রে আমার তাকে ভালো না লাগায় আমাদের মাঝে সমস্যা লেগেই আছে। এক্ষেত্রে আমি জানি না বিয়ে জায়েজ হয়েছে কিনা আর যদি হয় তাহলে কি আমি তালাক চাইতে পারবো? বা আল্লাহর কাছে দোয়া করতে পারবো যাতে বিয়ে টা ভেঙে যায়?