As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5395

ইতিহাস

প্রকাশকাল: 6 Nov 2020

প্রশ্ন

আমার এক নাস্তিক বন্ধু প্রশ্ন করেছে, আল্লাহ ইব্রাহিম আঃ পরবর্তী আড়াই হাজার বছর ধরে ইব্রাহিম আ. এর স্ত্রী বিবি সারার বংশের বাইরে কাউকে নবী রসুলের জন্য মনোনীত করলেন না কেন? শুধু মুহাম্মদ সাঃ ছাড়া? না, মোহাম্মদ সা এর আগে কেউ ছিলেন? আমি তার প্রশ্নটি হুবহু তুলে ধরলাম।

উত্তর

নবুওয়াত আল্লাহ তায়ালার অনুগ্রহ, দান। তিনি যাকে ইচ্ছা নবুওয়াত দান করেন। সুতরাং কেন নবী-রাসূলের জন্য মনোনীত করলো না, এই প্রশ্ন অবান্তর। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَن يَشَاء وَاللّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। (সুরা ইমরান : আয়াত নং ৭৪) উদাহরণ হিসেবে বলা যায়, কোন মানুষ যদি তার নিজের কিছু টাকা দান করতে চায়, তাহলে সে যাদেরকে ইচ্ছা তাদেরকে দান করতে পারে। সে কোথায় দান করবে তা ঠিক করে দেওয়ার অধিকার কারো নেই।