As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5393

ঈমান

প্রকাশকাল: 4 Nov 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১। আমার বাবার উপার্জিত টাকা হারাম। আমি বলতে গেলে বিভিন্ন কুফরি কথা বলে।ইসলামিক রাস্ট্র না হলে নামায পড়া লাগে না। নাউজুবিল্লাহ। হালাল ইনকাম করা লাগে না। আমাকেও হালাল ইনকাম করতে দেয় না। ছোটো খাট কাজ থেকে বের হতে দেয় না। এছাড়া মোবাইলে অশ্লিল ভিডিও দেখে। কুফরিতে সন্তস্ট থাকাও তো কুফরি। এখন আমি এই পরিবেশ এ মিশে তাদের মতো হয়ে যাওয়ার আশংখা করছি। মনে হচ্ছে আমারও ইমান চলে গেছে। এখন আমার কি করা উচিত। ২। কাউকে কাফের মুরতাদ বলার গুনাহ কি ক্ষমা হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। এই অবস্থায় আপনার জন্য আবশ্যক হলো নিজে কোন হালাল কাজ করা এবং পরিবার থেকে পৃথক থাকা। বর্তমানে এটা সহজ। পরিবার থেকে কিছু বললে তাদের বুঝিয়ে বলবেন যে, আপনি ইসলাম নিয়ে থাকতে চান। ইসলামের প্রয়োজনে পরিবার থেকে পৃথক থাকতে চাচ্ছেন।

২। জ্বী, ক্ষমা হবে। যাকে বলবে তার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবে এবং তওবা করবে।