As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5391

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 2 Nov 2020

প্রশ্ন

স্বাভাবিক অবস্থায় আমার লিঙ্গ ছোট। যার কারণে প্যান্ট পরিহিত অবস্থায় বসে প্রস্রাব করতে গেলে লিঙ্গ বেশি বের হয়না, প্রস্রাব পেন্টে লেগে যাওয়ার সম্ভবনা বেশি থাকে, মাঝে মাঝে লেগেও যায়। পানি নিতেও সমস্যা হয়। সেক্ষেত্রে দাড়িয়ে প্রস্রাব করা যাবে? বদ্ধ বাথরুম হলে সমস্যা হয়না, অন্য পদ্ধতি অবলম্বন করি। কোথাও ভ্রমণের সময় সমস্যাটা বেশি হয়।

উত্তর

সুন্নাহ হলো বসে পেশাব করা। তবে সমস্যার কারণে দাঁড়িয়ে পেশাব করতে পারেন। যখন সমস্যা হবে না, তখন বসে করবেন।