আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ২৬। আমার জন্য পারিবারিক ভাবে মেয়ে দেখছে বিয়ের জন্য। ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা সুন্নতি নিয়মে ইসলামি বিধিনিষেধ মেনে বিয়ে করা। সেই নিয়তে এক দ্বীনদার মেয়ে পাই। বাস্তবিক অর্থেই আসলেই দ্বীনদার খবর নিয়ে জেনেছি। আমার পরিবার সেই হিসেবে তাকে দেখতে গিয়েছিলো কিন্তু আমার পরিবারের মেয়ের দ্বীনদারিতা পছন্দ হলেও তার চেহারা পছন্দ হয় নি। আমরা আসলে মেয়ে খুজতেছি দ্বীনদার এবং কালো হলেও সমস্যা নাই কিন্তু চেহারায় যেন একটু হলেও মায়াবি থাকে, বাকী টাকা এবং বংশ থাক না থাক ব্যাপার না। তাই আমরা একটু সরে এসেছি কিন্তু তারপর থেকেই মন মানছে না কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ আমার উপর নারাজ হচ্ছে আমি কেন দ্বীনদারিতা ভালো দেখেও মেয়েটাকে পছন্দ করলাম না, কেন চেহারা বিচার করে চলে আসলাম? আবার মন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মন চাচ্ছে তাকে চেহারা থাক না থাক দ্বীনদারিতার জন্য বিয়ে করে ফেলি এবং আরো বলে দেই মেয়েটা আল্লাহর রহমতে অনেক অনেক বেশী দ্বীনদার মাশা-আল্লাহ। শায়েখ দয়া করে আমাকে একটা সমাধান দিন আমি অনেক অনেক বেশী চিন্তায় আছি। আমি কিছুতেই বুঝতে পারতেছি না কি করবো না করবো দয়া করে বলবেন, আমি অনেক অনেক বেশী চিন্তায়।