As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5365

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Oct 2020

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দপ্রায় ৭ মাস আগে মাদ্ররাসায় পড়ুয়া একটি মেয়ের সাথে উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই আমার স্ত্রী পর্দা করত। গায়রে মাহরামদের সাথে দেখা দিতো না। আমিও এরকম পর্দা করাটিকে সমর্থন করি। বিয়ের সময় আমার পীড়াপীড়িতে আমার মা-বাবা কোন বৌ ভাতের অনুষ্ঠান বা এরকম কোন কিছু করতে পারেনি। বার বার তারা চেষ্টা করেছে কিন্তু আল্লাহর রহমতে তা পিছিয়ে গেছে। কিন্তু বর্তমানে আমার বাবা-মা আবারও বৌ ভাতের অনুষ্ঠান করতে চাচ্ছিলো। তাদের উদ্দেশ্য ছিলো তথাকথিত সামাজিকতা রক্ষা ও কিছু উপহার, সোনা-গহনা, টাকা-পয়সা কালেক্ট করা। আর তারা এই আমার স্ত্রীর পর্দা করাটাকে তেমন পছন্দ করছে না, বিশেষ করে মুখ ঢেকে রাখা ও আমার ভাইদের সামনে না যাওয়া। তারা বলে মুখ খোলা জায়েজ। এবং আমার স্ত্রীকে চাপ দিচ্ছে মুখ খোলা রাখার জন্য। কিন্তু আমার মা বিয়ের পূর্বে আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছিলো যে তিনি এইরকম পর্দা করাতে বাধা দিবে না। আর দেওরদের সামনে দেখা দেয়ার জন্য কোন চাপ ও দিবে না। কিন্তু এখন মা-বাবা কেউ এই ওয়াদা মানছে না। আমার স্ত্রী কোদন ভাবে গায়রে মাহরামদের সাথে দেখা দিতে চায় না, আর আমিও চাইনা আমার স্ত্রীর চেহারা কোন পরপুরুষ দেখুক। কিন্তু আমার মা বাবা এই অনুস্ঠানে যারা আসবে তাদেরকে আমার স্ত্রীকে দেখাতে চায় এবং চেহারা ঢেকে রাখলে নাকি মেহমানদের অপমান করা হবে। তাদের বারবার বুঝিয়েছি কিন্তু মা-বাবা তাদের সিদ্ধান্ততে অটল ছিলো। এমতাবস্থায় আমি আমার মা-বাবার পক্ষে না থেকে স্ত্রীর পর্দা করাকে সমর্থন করে তার পাশে দাড়াই এবং অনুস্ঠানটি না করার জন্য মা-বাবাকে চাপ প্রদান করি। এতে আমার মা-বাবা অনেক কস্ট পায় ও আমাকে ও আমার স্ত্রীকে অভিশাপ দেয়। এখন আমার প্রশ্ন হলো আমি কি স্ত্রীর পাশে দাড়িয়ে ভুল করলাম? নাকি আমার উচিত ছিলো মা-বাবাকে সমর্থন করে সকলকে আমার স্ত্রীকে মুখ খোলার জন্য চাপ দেয়া। বর্তমানে আমার মা-বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি ফোন দিলে ধরছে না। এখন আমার কি করা উচিত? আর তাদের অভিশাপ এ কি আমার কোনো ক্ষতি হতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মা-বাবার অধিকার নেই, আপনার স্ত্রীকে পর্দা করতে বাধা দেওয়া। তাদেরকে বুঝাতে থাকুন, ধীরে ধীরে ঠিক, সব স্বাভাবিক হয়ে যাবে। আর অযথা অভিশাপ দেয়া ভাল কাজ নয়। আপনাদের এতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।