আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার সব সময় মনে হয় আমি রিয়া করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পাওয়ার জন্য এমনটা করছি। সালাতে দাড়ালে রুকু -সিজদা দীর্ঘ করতে চাইলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পেতে চাচ্ছি। যেই কোনো ভালো কাজে আমার এই চিন্তা আসে। আমি চেষ্টা করি যত টুকু গোপনে করা যায়। কিন্তু যেসব কাজ প্রকাশ্যে করা হয় ওইসব কাজ করার সময় আমার এই রিয়ার চিন্তা মাথায় চলে আসে। ফলে আমি টেনসনে থাকি। এসবের ফলে আমি নিয়ত নিয়ে সন্দেহে পড়ে যাই। আমাকে একটু জানাবেন। আমার কি করা উচিৎ?