আসসালামু ওয়ালাইকুম, আমি একটি মেয়েকে পছন্দ করি, আমি যথেষ্ট দ্বীন মেনে চলার চেস্টা করি (মুসলিম হিসাবে যা করা দরকার) । আমারা একে অপারকে বিয়ে (আমরা পড়াশুনা শেষ করেছি এবং আমি চাকরি করি) করতে চাই কিন্তু মেয়ের পিতা মাতা রাজি না থাকায় আমরা কোন উপায় না পেয়ে মেয়ের একমাত্র ছোট ভাই (১৯) এবং পরিচিত এক ভাই-এ দু জনকে মেয়ের পক্ষে স্বাক্ষী (স্ব-ইচ্ছায়) রেখে আমারা কোর্টম্যারেজ করি, এখন আমাদের বিয়ে কি বৈধ হবে? অতপরঃ মেয়ের পিতা মাতা যদি মেনে নেয় তাহলে কি বৈধ হবে?