As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5357

সালাত

প্রকাশকাল: 29 Sep 2020

প্রশ্ন

আস-সালমু আলাইকুম, শায়খ আমদের মাসজিদের ইমাম নামায এর মধ্যে তেলাওয়াতে অনেক বেশি ভুল করে,আমরা তাকে বলেছি কিন্তু এখন আর শুধরানো সম্বব নয় তার জন্য আর গ্রামের লোকেরা তাকে পল্টাতেও চাইছে না? এখন আমদের করণীয় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গ্রামের মানুষদের বা মসজিদ কমিটির জন্য আবশ্যক হলো এখন শুদ্ধ তেলাওয়াতকারী ইমাম নিয়োগ দেওয়া। কারণ অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাযই সহীহ হবে না। যাদের তেলাওয়াত ভালো তাদের জন্য উচিত হলো অন্য মসজিদে নামায আদায় করা।