As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5350

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি ছাত্র জীবনে অনেক বার বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমার মনে আছে কোথায় হতে কতবার কোথায় গিয়েছে। আমি তখন ইসলাম সম্পর্কে অনেক গাফেল ছিলাম।

প্রশ্নঃ- আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সচ্ছল আমি সে টাকা পরিশোধ করতে চাচ্ছি। খোজ নিয়ে জানতে পারলাম রাষ্ট্রেয় কোষাগারে এই টাকা দেওয়ার সুযোগ নেই। আমি বুঝতে পারছিনা এই হক আমি কিভাবে আদায় করবো, এ নিয়ে আমি অনেক দুসচিন্তার মাঝে আছি অনেক দিন ধরে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যতটাকা রেলের কাছে দায়ী আছেন তত টাকা পরিমাণ ট্রেনের টিকেট কিনবেন। কিন্তু ভ্রমন করবেন না। ছিট ছাড়া টিকেট কিনবেন, তাহলে মানুষ উপকৃত হবে।