As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5344

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল।

১/গোসল ফরজ হলে আমি কি গোসল না করে বিভিন্ন দোয়া পড়তে বা আল্লাহ কে ডাকতে পারবো, আওয়াজ করে বা মনেমনে?
২/ফরয নামাজের পরে যে তাসবী গুলি ৩৩ বার পড়তে হয় তা যদি বেশি হয় কোনো সমস্যা হবে?
৩/আমরা সাধারণত তাসবী গুলি পড়ি ডানহাতের করগুনে কিন্তু যদি আমি ডানহাতে কোনো কাজ করি তখন যদি বামহাতের করগুনে পড়ি তাহলে কি গুনা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। গোসল ফরজ হলে কুরআন পড়বেন না। বাকী সকল দুআ পড়তে পারবেন। আল্লাহকেও ডাকতে পারবেন। ২। হাদীসে যে সংখ্যা বলা হয়েছে সে সংখ্যা পড়াই সুন্নাত। বেশী পড়লে গুনাহ হবে না তবে সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যাবে। ৩। তাসবীহ পড়ার সময় অন্য কোন কাজ করলে তাসবীহ পড়ার প্রতি মনোযোগ ঠিক থাকে না। তাই অন্য সব কাজ বাদ দিয়ে একমনে তাসবীহ পাঠ করতে হবে। বাম হাত দিয়ে গুনলে গুনাহ হবে না, তবে এসব ক্ষেত্রে ডান হাত দিয়ে পড়া ভালো।