As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5333

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 5 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি জেনারেল লাইনে শিক্ষিত। যার কারণে আমার পক্ষে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা মাদ্রাসার ছাত্রদের চেয়ে কঠিন। আমি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন-যাপন করে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাতে যেতে চাই। কিন্তু বর্তমানের এই ফেতনার যুগে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন-যাপন করা তো দূরে থাক, ইমান ধরে রাখাও খুব কঠিন। এই অবস্থায় আমি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাত লাভ করতে পারি? জান্নাত লাভের সহজ আমলগুলোর তালিকা করে দিলে বেশ উপকার হয়। আরেকটা কথা, আমার পূর্বপুরুষরা ইসলামের জন্য অনেক কাজ করেছেন ও ত্যাগ স্বীকার করেছেন। আমি কিভাবে আমার পূর্বপুরুষদের মতো ইসলামের জন্য কিছু করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিভিন্ন কারণে বর্তমানে ইসলাম অনুযায়ী চলা কিছুটা কঠিন তবে অসম্ভব নয়। গুনাহ হয় এমন পরিবেশ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ভাল মানুষদের সাথে চলাফেরা করতে হবে। ফরজ সালাতগুলো মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। সকল ফরজ, ওয়াজিব সকল ইবাদত যথাযথ আদায় করতে হবে। দান-সাদকা, মানবসেবায় অগ্রগামী হতে হবে। কুরআন তেলাওয়াত, তাফসীর-হাদীসের বই ও ধর্মীয় বই পুস্তক নিয়মিত পড়তে হবে, বিশেষজ্ঞ আলেমদের ওয়াজ-বক্তব্য শুনতে হবে। নিজের সাধ্যমত মানুষকে ইসলামের পথে ডাকতে হবে।