As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5330

নামায

প্রকাশকাল: 2 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী। আমি মেরিন ইন্জিনিয়ারিংএ ভর্তি হয়েছি। যখন জাহাজে থাকবো তখন তোহ কসর নামাজ পড়বো। যেহেতু অনেকদিন কসর পরতে হবে এজন্য আমার কি গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, অনেকদিন কসর করলে কোন গুনাহ হবে না।